আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু জাফর। সঞ্চালক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাঃ রাশেদুল হক প্রধান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, মজিদা খাতুন সরকারি কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা জাহান প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশের কর্মকর্তাসহ সকল দপ্তরের কর্মকর্তা, সমাজকর্মী সংযুক্ত ছিলেন।