শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা! সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে লালমনিরহাটে শীতের হরেক রকমের পিঠার দোকানের পসরা নিয়ে বসছেন বিক্রেতারা
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও চালু অবৈধ ইটভাটা

নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও চালু অবৈধ ইটভাটা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ফসলি জমিতে গড়ে ওঠা সান-২ নামের অবৈধ ইটভাটায় পুনরায় ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। এর আগে গত ২১ ডিসেম্বর বিকেলে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বাড়বিষার দোলায় সান টু ইটভাটা বন্ধ করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় কৃষকরা জানান, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বাড়বিষার দোলায় ফসলি জমির উপর অনুমোদনহীন সান টু নামে একটি ইটভাটা গড়ে তোলেন এমদাদুল হক ওরফে এন্তা। ফসলি জমির উপর এ ভাটা তৈরির শুরু থেকে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অদৃশ্য কারণে হাজারও কৃষকদের দাবিকে উপেক্ষা করে ইটভাটায় আগুন দেয় ভাটা মালিক এমদাদুল হক এন্তা। জীবন-জীবিকা ও পরিবারের খাদ্যের একমাত্র পথ ফসলি জমি এবং ফসল রক্ষায় কৃষকরা ইটভাটাটি বন্ধের দাবিতে মানববন্ধন করেন।

 

অবশেষে টনক নড়ে প্রশাসনের। জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে গত ২১ ডিসেম্বর বিকেলে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সান-২ ইটভাটা মালিক এমদাদুল হক এন্তা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা আদায় করে বৈধ কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত ইট তৈরি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেন।

 

ভ্রাম্যমান আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাম্প্রতিক সময়ে পুনরায় সেই ভাটায় ইট তৈরিসহ পোড়ানো শুরু করেন। আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় ভাটা চালু করায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

 

বাড়বিষার দোলার কৃষক সাইদুল ইসলাম ও আব্দুস সোবহান আলী বলেন, উপজেলার সব থেকে ধানের জমি এই বড়বিষার দোলা। এ দোলার ইটভাটা বন্ধ না করলে হাজারও কৃষক পরিবারকে না খেয়ে মরতে হবে। ধানের জমি রক্ষায় অবৈধ ইটভাটা দ্রুত বন্ধ করতে জোর দাবি জানান তারা।

 

সান-২ ইটভাটা মালিক এমদাদুল হক এন্তা সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমাণ আদালত জরিমানা নিয়ে বন্ধ করলেও আমি অনুমোদনের জন্য গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। এসবের অনুমতি পেতে সময় লাগে। তাই অনুমোদনের কপি হাতে আসেনি।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন সাংবাদিকদের বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সান-২ পুনরায় আগুন জ্বালিয়ে কার্যক্রম শুরু করেছে বলে শুনেছি। খুব দ্রুত পুনরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone