আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: শীতকালীন শাক-সবজির মৌসুমের শুরুতেই বৃষ্টিপাতের কারণে আগাম সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও নতুন করে আবারও শাক-সবজি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা। তবে বর্তমান বাজার ভালো হলেও বাজার কমে যাওয়ার আশংকা করছেন তারা।
বাজারে শাক-সবজির দাম ভালো থাকায় লালমনিরহাটের কৃষকরা এবার আগাম সবজি চাষে ঝুঁকে পড়েছেন। কিন্তু সবজি বীজ রোপণের পরপরই ব্যাপক বৃষ্টিপাতের ফলে অধিকাংশ ক্ষেত নষ্ট হয়ে যায়। এরপর আবারও নতুন করে জমি তৈরি করে লাউ, শসা, লাল শাক, পালংসহ বিভিন্ন জাতের সবজি বীজ রোপণ করেছেন ফলনও হয়েছে বাম্পার।
কৃষি সম্প্রসারণ অফিস জানায়, জেলায় বিভিন্ন শাক-সবিজর আবাদ চলমান রয়েছে।
মোগলহাট ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম বলেন, অনেক টাকা খরচ করে শাক চাষ করছিলাম বৃষ্টিতে সব নষ্ট হইছিল। পরে আবার নতুন করে লাল শাক, পাট শাক লাগাইছি দেখা যাচ্ছে ভালো হয়েছে। আসা করা যায় আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো।