আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লাউচাষ করে খুশি লালমনিরহাট জেলার চাষীরা। লাউ চাষ করে বাড়তি টাকা লাভ করছেন তারা। লালমনিরহাট জেলার কৃষকদের মুখে এখন হাসি ফুটেছে।
সবজি হিসেবে লাউশাক বেশ জনপ্রিয়। সেটা আগাম হলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়। চাহিদা থাকায় লালমনিরহাট জেলার লাউশাক চাষিদের মুখে ফুটেছে সাফল্যের হাসি।
চাষিরা বলেন, শাক-সবজি হিসেবে লাউশাক বা লাউয়ের চাহিদা প্রচুর। সেটা শীতের আগে হলে তার চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। বাজারের চাহিদা বিবেচনায় রেখে আগাম চাষ করে আয় করছেন বাড়তি টাকা।
লালমনিরহাট জেলার সবজি এলাকা বলে খ্যাত লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি, সারপুকুর, ভেলাবাড়ি, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ি, কালীগঞ্জ উপজেলার গোড়ল, চলবলা, চন্দ্রপুরসহ জেলার বিভিন্ন এলাকার চাষিরা সবজি চাষ করেছেন।
লাউশাক ও লাউ বিক্রি করে অধিক মুনাফার লাভ করছেন এখানকার স্থানীয় চাষিরা।
ফুলগাছ গ্রামের হরিপদ রায় হরি বলেন, উঁচু জমি সবজি চাষের জন্য বেশ উপযুক্ত। তাই এসব অঞ্চলের চাষিরা সবজি চাষে বেশ আগ্রহী। বাজারে সবজির চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি বছর লাভবান হচ্ছেন চাষিরা।