আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের বাটামোড় উত্তরণ সুপার মার্কেটের ২য় তলায় রহমান স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে ভাষা সৈনিক সম্মাননা ২০২১খ্রিঃ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রহমান স্মৃতি গণগ্রন্থাগারের উপদেষ্টা কবি মাখন লাল দাস। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সাখাওয়াত হোসেন খান, রংধনু নাট্যগোষ্ঠীর সভাপতি মোড়ল হুমায়ুন কবির। কোরআন তেলওয়াত করেন নায়েব আলী। বক্তব্য রাখেন রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য, সহসাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ। সংগীত পরিবেশন করেন ফারুক আহমেদ সূর্য প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কাব্য রাসেল প্রমুখ। ভাষা সৈনিকদের জীবনী পাঠ্য করেন জিনিয়া হাসনাত জুঁই, ফারহানা ইয়াসমিন মোহনা, রহিমা খাতুন রোজি, শুভ্র শোভন রায় অর্ক প্রমুখ।
এ সময় রহমান স্মৃতি গণগ্রন্থাগারের অর্থ সম্পাদক নাজমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু রহমান দুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শুভ্র শোভন রায় অর্ক, দপ্তর সম্পাদক আবির রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জিনিয়া হাসনাত জুঁই, নির্বাহী সদস্য রহিমা খাতুন রোজি, কাব্য রাসেল, তাহ্ হিয়াতুল মৃদুল, শহিদ সুজন, সাকিব ইসলাম, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির।
ভাষা সৈনিক সম্মাননা-২০২১খ্রিঃ প্রাপ্ত হলেন- মোঃ জহির উদ্দিন আহম্মদ, আবদুল কাদের ভাসানী, মনিরুজ্জামান (মরণোত্তর), কমরেড শামসুল হক (মরণোত্তর)।