কমল কান্তি বর্মন
একটা মন একটা আর্জি নিয়ে ছুটে বেড়ায়,
প্রেমের দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
কেন বলতে পার?
জানি, পারবে না!
তবে শুনে নাও।
তোমার দেওয়া ছলনার অভিযোগ
তাকে তারা করে সারা ক্ষণ,
তোমাকে খুবে ভালোবেসেছিল বলে,
তুমি তাকে দিয়েছো শুধু
অপবাদ অভিযোগ ঘৃণা প্রতিদান।
তুমি তোমার মনের মত করে করেছ বিচার
তোমার ইচ্ছে যেমন,
ভালোবাসার কাটগড়ায় দাঁড়িয়ে
মুক্তির ঠিকানা খোঁজে আমার ফেরারী মন।
২৪.০৫.২০২০
কোদালখাতা, লালমনিরহাট।