আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের মোগলহাট গেট চত্ত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার অংশগ্রহণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন ও চট্টগ্রামের দেশপ্রিয় নেতা যতীন্দ্র মোহন সেনের স্মৃতি বিজড়িত বৃটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক ভবন ভাংচুর এবং হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বিশ্বনাথ রায় বিশ্ব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, শিক্ষক ঐক্য পরিষদ লালমনিরহাটের সুশান্ত সরকার, আইনজীবী ঐক্য পরিষদ লালমনিরহাটের এ্যাডঃ মধুসূদন রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদ জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।