আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তার নদীর চরে তামাক ব্যবসায়ী আব্দুল হালিম (৫৪)কে পিটিয়ে হত্যার করার ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বুধবার (৬ জানুয়ারি) রাতে ১৩/১৪জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা একটি মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি মর্মে জানা গেছে।
জানা যায়, নিহত তামাক ব্যবসায়ী আব্দুল হালিমের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছের পাইকারটারী গ্রাম। তিনি ছমের উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৮টায় নিহত তামাক ব্যবসায়ী আব্দুল হালিমকে পাওনা টাকা দেয়ার কথা ছিল একই এলাকার তামাক ব্যবসায়ী মজিবর রহমানের। টাকা নিতে হারাগাছের টাংরুর বাজার আলেফের চায়ের দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে পাওনা টাকা বদলে চর-থাপ্পর দেয়। পরে বিরোধ মিমাংসার কথা বলে তাকে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচড়া (মিলনবাজার)স্থ জনৈক তামাক ব্যবসায়ী ফজলুর বাড়িতে নিয়ে আসে। সেখানে বৈঠকে পুনঃরায় নিহত তামাক ব্যবসায়ী আব্দুর হালিমকে পিটায়। এই সময় আব্দুল হালিম অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হারাগাছ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট হারাগাছ থানা পুলিশকে অবগত করে। হারাগাছ থানা পুলিশ উক্ত লাশ উদ্ধার করে পোষ্ট মডেম শেষে নিহতের ছেলের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় আজ বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় অজ্ঞাতনামা ১৩/১৪জনকে আসামী করে নিহতের ছেলে শাহীনুর একটি হত্যা মামলা দায়ের করেছেন।