মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে আসা অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে উপজেলার অডিটরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ, হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
এদিকে এর আগে সকালে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হন। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ হোসেন সাগর, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, রওশন হাবিব খান মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, মহিলা যুবলীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু প্রমূখ।