মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ভেজাল ও নকল ধানের বীজ বিক্রির দায়ে রফিকুল ইসলাম নামে এক বীজ ব্যবসায়ীর জেল ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার ৩ জুন সকালে হাতীবান্ধা উপজেলার দীঘির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন। ওই বীজ ব্যবসায়ী সিঙ্গিমারী গ্রামের আব্দুস সামাদের পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ওই বীজ ব্যবসায়ী নকল ও ভেজাল ধান বীজ বিক্রি করছেন এমন একটি অভিযোগ করেন একজন কৃষক। পরে ওই বীজের দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত বীজ ব্যবসায়ীও তার অভিযোগ স্বীকারও করেন। পরে ওই ব্যবসায়ীর ৪০হাজার টাকা জরিমানা অথবা ২০দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামিউল আমিন।