আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলা পরিষদের নিলামের গাছ ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
জানা যায়, লালমনিরহাট জেলা পরিষদ থেকে ৫টি মরা শিশু গাছ নিলামের ঘোষণা দিলে সেই গাছ প্রকাশ্য নিলাম নেয় লালমনিরহাট সদরের বড়বাড়ী ইউনিয়নের নওদাবস গ্রামে মৃত্যু সোনা মিয়ার ছেলে বেলাল হোসেন (৫৫)। নিলামনুযায়ী গাছ কাটতে যায় বেলাল। সেই গাছ ছিনতাই করে নেন কিছু চিহ্নিত সন্ত্রাসী ব্যক্তি।
বেলাল হোসেন বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি লেখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের আলোকে জানা যায়, মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপাড় সাকিনস্থ পাকা রাস্তার পাশে জেলা পরিষদের গাছ নিলামে ক্রয় করে বেলাল। সেই গাছ গত ২৩ অক্টোবর বেলা অনুমান ১২ঘটিকার সময় কাটতে থাকে এমন সময় গবাই গ্রামের আকবর আলীর ছেলে আনোয়ার (৪৫), মালেক ( ৪০), বাদশা (৩৮), জয়নালের ছেলে মিজানুর রহমান (৩৮), ভোলার চওড়া গ্রামের ইয়াকুবের ছেলে আতারুল (৩৩), কুলাঘাট টিকটিকির মুকুল (২৮), কদত তলা এলাকার মন্তাজের ছেলে কাদের (৪০), গবাইয়ের আফছার (৩০)সহ অজ্ঞাত ১০/১২জন এসে গাছগুলো ছিনিয়ে নিয়ে যায়।
বেলাল হোসেন বলেন, আমাকে মারপিট করে জিম্মি করে নগদ ১৭হাজার টাকাসহ সব গাছ তারা নিয়ে গেছে আমি এর সুষ্ট বিচার চাই।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছে। স্থানীয়দের মাঝে কিছুটা ভুল বুঝাবোঝি হয়েছিলো সেদিন। গাছগুলো যেহেতু জেলা পরিষদের তাই জেলা পরিষদের চেয়ারম্যান ঢাকায় আছেন আসলেই সঠিক বিষয় জানা যাবে।