শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যতদিন নির্বাচন হবে না, ততদিন স্বাভাবিক অবস্থায় দেশে ফিরে আসবেনা-অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আলু চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষকেরা লালমনিরহাটে সরকার ফার্মেসী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে খাদ্য বান্ধব কর্মসূচি (জিআর) চাল কালোবাজারে বিক্রির অভিযোগ মিষ্টি আলু চাষে লালমনিরহাটের কৃষকদের আগ্রহ বাড়ছে লালমনিরহাটে সাংবাদিকের পিতা কাশেম আলীর ইন্তেকাল পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো-লালমনিরহাটে আমীর খসরু মাহমুদ চৌধুরী লালমনিরহাটে তুলার চাষে লাভের মুখ দেখছে কৃষেকরা লালমনিরহাটে কর্মসৃজন কর্মসূচি শুরু না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন কর্মহীনরা
প্রচারবিমুখ একজন ডাঃ এম আই মন্ডল

প্রচারবিমুখ একজন ডাঃ এম আই মন্ডল

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

 

বর্তমান করোনা পরিস্থিতিতে নীরবে নিভৃতে দুঃস্থ্য জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন প্রফেসর ডাঃ মোঃ মোজাফফর-উল-ইসলাম মন্ডল (ডাঃ এম অাই মন্ডল)। প্রচার বিমুখ এই মানুষটি ছোটবেলা থেকেই বিভিন্ন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে। তাঁর পিতার নাম- মরহুম কোবাদ আলী মন্ডল।

 

ডাঃ এম অাই মন্ডল পেশায় একজন চিকিৎসক। তিনি ইতিপূর্বে রংপুর মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মেডিকেল কলেজে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন মাওলানা ভাসানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন । মাওলানা ভাসানী মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ তাঁর সময়েই নির্মিত হয়।

 

ডাঃ এম অাই মন্ডল শিক্ষাজীবন শুরু করেন তাঁর নিজ গ্রাম কালমাটিতে। পরবর্তীতে­ তিনি লালমনিরহাট হাই স্কুলে পড়াশোনা করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করে চিকিৎসক হিসেবে স্বীকৃতি লাভ করেন। পরবর্তীতে তিনি অাই পিজি এম অার (বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেন।

 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি নিজ গ্রাম কালমাটিতে অবস্থানকালীন সাধারণ জনগণ ছাড়াও বহু আহত বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা প্রদান করেন। উল্লেখ্য, তাঁর বড় বোনের স্বামী ডাঃ অাব্দুল ওয়াহেদও লালমনিরহাট জেলা শহরের একজন নামকরা চিকিৎসক ছিলেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন লালমনিরহাট এবং তার আশেপাশের এলাকার সকল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ আব্দুল ওয়াহেদ এবং তাঁর শ্যালক ডাঃ এম অাই মন্ডল। তাঁরা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শুধু ঔষধপত্র দিয়েই নয় কিছু কিছু ক্ষেত্রে তাঁরা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাইনর অপারেশন পরিচালনা করেন, এমনকি শরীরে বিদ্ধ গুলিও অপসারণ করেন। ডাঃ এম আই মন্ডল তাঁর বাড়ির নিকটবর্তী তাঁর বাবার প্রতিষ্ঠিত ২নং চোংগাদ্বাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী হাসপাতালে রুপান্তরিত করেন এবং নিজ উদ্যোগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও খাওয়া-থাকার ব্যবস্থা করেন।

 

ডাঃ এম অাই মন্ডল রংপুর মেডিকেল কলেজে কর্মরত থাকা অবস্থায় অনেকদিন হাসপাতালের ভারপ্রাপ্ত ডাইরেক্টর-এর দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রভূত উন্নতি সাধন করেন। সেই সময়ে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং আশে-পাশের এলাকার জনগণের স্বাস্থ্য সংক্রান্ত কোন সমস্যা হলেই তাঁরা প্রফেসর ডাঃ এম আই মন্ডলের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধান করতেন।

পরোপকারী ও প্রচার বিমুখ এই মানুষটি বর্তমানে ঢাকায় ট্রমা সেন্টারে রেডিওলজি বিভাগে কর্মরত। প্রতি বছর শীতে তিনি নিজ গ্রাম কালমাটি এবং আশে-পাশের গ্রামগুলোতে শীত বস্ত্র বিতরণ করে থাকেন এবং বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। বর্তমান করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে প্রফেসর ডাঃ এম আই  মন্ডল নিজ উদ্যোগে নিজ এলাকায় গরীব মানুষকে সাহায্য প্রদান করেন। পরোপকারী এই মানুষটির দীর্ঘায়ু কামনা করেছেন এলাকাবাসী। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone