আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়াতেই লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা এলাকার মেয়র পদে নির্বাচনে আগ্রহীদের ছবিসহ দোয়া প্রার্থীর শুভেচ্ছার প্যানা ও পোস্টার এখন শোভা পাচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে। আর এ প্যানা ও পোস্টারের মাধ্যমেই নির্বাচনে আগ্রহী সম্ভাব্য প্রার্থীগণ তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার গত নির্বাচন হয়েছে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সে মতে আসন্ন পৌরসভা নির্বাচন চলতি ২০২০ সালের ডিসেম্বরে হতে পারে। তবে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীরা এখন আর ঘরে বসে নেই। তারা প্রতিনিয়তই ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন।
ভোটারদের নিকট তারা তাদের আগ্রহ প্রকাশ করার জন্য প্যানা ও পোস্টারে নিজের ছবি ও শুভেচ্ছা বাক্য লিখে গোটা পৌর এলাকা ভরে দিয়েছেন। আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের কোষাধ্যক্ষ রেজাউল করিম স্বপন, সাবেক মেয়র মোশারফ হোসেন রানা, জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মজমুল হোসেন প্রামানিক, সাবেক প্যানেল মেয়র এস এম ওয়াহিদুল হাসান সেনা।
আসন্ন পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র শমসের আলী, এ কে এম মোস্তফা সালাউজ্জামান ওপেল, আব্দুল হামিদ, ওয়াজেদুল ইসলাম শাহীন।
উল্লেখ্য যে, লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার মেয়র প্রার্থীর সংখ্যা আর বাড়বে না কমবে তা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না।