লালমনিরহাট জেলার সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুলগাছ গ্রামের বামনটারী সার্বজনীন শ্মশান শ্রীশ্রী কালী মন্দির সংলগ্ন ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে ছিল বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী।
মরদেহটি অন্য কোনো এলাকার হতে পারে বলে ধারণা এলাকাবাসীর।
মোগলহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশাদুল বলেন, বুধবার দুপুরে স্থানীয় কৃষক মোঃ শফিকুল ইসলাম তার রোপনকৃত ওই ভুট্টা ক্ষেত দেখতে যান। এ সময় তিনি মরদেহটি দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানালে তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেয়া হয়। এছাড়া ওই মরদেহটির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী নারীর পড়নে কালো রং এর বোরকা, লাল রং এর ব্লাউজ, টিয়া কালারের পায়জামা ও হলুদ রং এর ওড়না ছিল। ঘটনাস্থলে মহিলার হিজাব ও একটি স্যান্ডেল পায়ে অপরটি পাশেই পড়ে আছে। তার পাশে অপর আর এক জোড়া পুরুষের স্যান্ডেল ও একটি মাথার টুপি পড়ে আছে। মরদেহের মাথাটি আশেপাশের কোথাও পাওয়া যায়নি।
মোগলহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশাদুল আরও বলেন, মরদেহটি তাদের এলাকার কারো নয়। মস্তকবিহীন হওয়াতে লোকজনেরা মরদেহটি শনাক্ত করতে পারছে না।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের পুলিশ উপস্থিত হয়েছে। মস্তকটি উদ্ধারের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় কিংবা অন্য কিছু বলা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাঠে কাজ করছে। লাশের মাথা খোঁজা হচ্ছে, মাথা পাওয়া গেলেই লাশের পরিচয় জানা যাবে।
বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।