লালমনিরহাটে “যদিও বৃদ্ধ হই, আমরা কারো দারস্থ নই” স্লোগানে বার্ষিক সাধারণ সভা ও বিনোদন অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা ও বিনোদন অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলক শাখার চেয়ারম্যান মনছুর আলী সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হীরা লাল রায়, যুগ্ম সম্পাদক আবদুল আজিজ, কোষাধ্যক্ষ কামাক্ষ্যা চরণ রায়, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মমতাজ আলী, নজরুল ইসলাম, ফাতেমা খাতুন, বজলার রহমান, সুবল চন্দ্র বর্মন, ফজলে এলাহী প্রধান, ফরিদা ইয়াসমিন, কালীপদ রায়, তালেব আলীসহ অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিনোদন অনুষ্ঠান পরিবেশিত হয়।