লালমনিরহাটে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাই স্কুল ফুটবল খেলার মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট সদর উপজেলার আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট সদর উপজেলার সভাপতি নূর মোহাম্মদ মন্ডল-এঁর সভাপতিত্বে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট সদর উপজেলার সচিব এম এরশাদুল হক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাটের সভাপতি এটিএম রশীদুল আলম প্রামাণিক। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাটের সচিব সুলতান আহমেদ সোহেল। এ সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।