লালমনিরহাটে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এ নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ সময় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নবীন বরণ, অভিভাবক সমাবেশ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।