লালমনিরহাটে “সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার” স্লোগান নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী, চিত্রাংকণ, রচনা, বই পাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার, সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রিমা আক্তার প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পরে সকাল ১১টায় লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণ হতে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে চিত্রাংকণ, রচনা, বই পাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার, সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।