লালমনিরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ (বালক ও বালিকা দল) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা স্টেডিয়ামে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট পিটিআই সুপারিনটেনডেন্ট মোছাম্মৎ শামছিয়া আখতার বেগম। এ সময় লালমনিরহাটের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উক্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।