শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদী ও সম্ভাবনার লালমনিরহাট লালমনিরহাটে ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাট বিজিবি কর্তৃক ১৩লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ৫জন আটক লালমনিরহাটে বাণিজ্যিকভাবে লাভজনক গাঁদা ফুলের চাষ লালমনিরহাটে বিএনপির নেতাকর্মীদের মারধর করে প্রত্যাহার হলেন দুই ওসি জাতীয় নাগরিক কমিটির লালমনিরহাট সদর উপজেলা প্রতিনিধি কমিটি গঠন লালমনিরহাটে গাছে গাছে ঝুলছে বরই লালমনিরহাটে জাতীয় মহাসড়কের গাছ চুরি; যুবদলের ৪ কর্মী আটক লালমনিরহাটে ১ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে আলুর বাম্পার ফলন; আলু উত্তোলনে ব্যস্ত কৃষক-কৃষাণী!
লালমনিরহাটে জাতীয় মহাসড়কের গাছ চুরি; যুবদলের ৪ কর্মী আটক

লালমনিরহাটে জাতীয় মহাসড়কের গাছ চুরি; যুবদলের ৪ কর্মী আটক

লালমনিরহাটে রাতের আঁধারে জাতীয় মহাসড়কের গাছ চুরির সময় হাতেনাতে যুবদলের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (৬ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

 

আটককৃতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য মোকছেদ (৩৩), উজ্জ্বল (২৩), আশরাফুল (২৮) ও বুড়া মিয়া (২২)। তাঁরা ওই ইউনিয়নের গবাই (ভোলার চওড়া) গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট-রংপুর জাতীয় মহাসড়কের দুই পাশে বড় আকারের বেশ কিছু গাছ ছিল। দুর্বৃত্তরা সদরের বিমান বাহিনী এলাকা থেকে বড়বাড়ী পর্যন্ত প্রতিরাতে গাছ কেটে নিয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালায় লালমনিরহাট সদর থানা পুলিশ। এ সময় মহেন্দ্রনগর ইন্দ্রারপাড় এলাকায় গাছ কাটার সময় পুলিশ হাতেনাতে একজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৩জনকে আটক করা হয়। পুলিশ কেটে ফেলা গাছের কয়েকটি গুঁড়ি জব্দ করেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ইন্দ্রারপার বাজারের একজন ব্যবসায়ী বলেন, দলের নাম ব্যবহার করে ৩/৪ মাস থেকে প্রায় ১৭/১৮ জনের একটি দল মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন রাস্তার গাছ রাতের আধারে চুরি করে কাটা শুরু করেছে। তারা বেশির ভাগই মাদকাসক্ত।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন, রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগে ৪জনকে আটক করেছি। জেলা পরিষদকে মামলা দিতে আহ্বান করা হয়েছে। তারা না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

 

লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ হোসেন বলেন, গাছ চুরির একটি ঘটনা শুনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone