লালমনিরহাটে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে শতবর্ষের পুরাতন গির্জা ঘর ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) লালমনিরহাট প্রাঙ্গণে শুভ বড়দিন ২০২৪ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় উপাসনালয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে দিন ব্যাপী চলে।
অনুষ্ঠানে মিঃ চারু চন্দ্র রায় সকলকে খ্রিষ্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এ সময় তিনি শাস্ত্র আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধনী শাস্ত্র পাঠ করেন পরিচালক মিঃ রবার্ট কমল সরকার। অনুষ্ঠানে প্রার্থনা, শাস্ত্র আলোচনা করেন মিসেসঃ রীতা রিবেরু, মিসেস লাভলী সুচিং, মিসেসঃ সালোমী কর্মকার, সুচিত্রা অধিকারী, মিঃ বিকাশ সরকার, মিঃ বরুন লিভিও বিশ্বাস, মিসেস মার্থা অধিকারী। মিস্ এষা আদ্রিতা দাসের বিশেষ গান পরিবেশন করা হয়। এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ডলীর যুবক-যুবতীরা নগর কীর্তন করে। মন্ডলীর সদস্য মিঃ জেমস্ আশিস দাস, মিঃ ডেভিড কর্মকার, কনভেনার এ্যাডঃ রিন্দু দাসসহ উপস্থিত সকলে বড়দিনের কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন। সঞ্চালক ছিলেন জুয়েল দাস।
পরে মন্ডলীর পালক মিঃ সচ্চিদানন্দ বর্মন শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা ও আশিষ বচন দিয়ে উপাসনা শেষ করেন। দুপুরে কেককাটা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। এ সময় মন্ডলীর সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।