লালমনিরহাটে “আমি আর কতোটুকু পারি? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়। -হেলাল হাফিজ” কবিতার পঙক্তিকে সামনে রেখে কবি হেলাল হাফিজ স্মরণে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাটের সোনালী পার্কস্থ মীর লাইব্রেরিতে মীর লাইব্রেরি ও সুন্দরম (সৃজনশীল শিল্প মাধ্যম) লালমনিরহাটের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নাট্যজন অ্যাড. চিত্ত রঞ্জন রায় মন্টু-এঁর সভাপতিত্বে জাতীয় সঙ্গীত ও কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুন্দরম-এর প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজুল হক সরকার। কবির জীবনী নিয়ে স্বরচিত প্রবন্ধ উপস্থাপন করেন রংপুরের কবি ও সাংস্কৃতিক সংগঠক সুনীল সরকার। আলোচনা সভায় অংশগ্রহণ করেন কবি এ.এস.এম হাবিবুর রহমান, ইটিভির লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়, অধ্যক্ষ (অবঃ) আমিরুল হায়াত আহমেদ মুকুল, কবি হাই হাফিজ, শামীম আহমেদ, বিশিষ্ট ছড়াকার শ. ম শহীদ, প্রধান শিক্ষক (অবঃ) লিয়াকত আলী ভূইয়া, সংগীত শিল্পী রাওয়ানা মার্জিয়া, কৃষ্ণ চন্দ্র সরকার প্রমুখ। কবিতা পাঠ করেন নাট্যজন অ্যাড. চিত্ত রঞ্জন রায় মন্টু, কবি এ.এস.এম হাবিবুর রহমান, ছড়াকার শ. ম শহীদ, রিয়াজুল হক সরকার এবং সুন্দরম-এর প্রতিষ্ঠাতা প্রধান কবি ও সাংস্কৃতিক সংগঠক পি. কে. বিক্রম। এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা সাবরুনা আখতার লাজী, সাথী রায়, নিবিড়, সুলভ কুমার রায়, রাফেল রানা, মন্টি, তপন, লিমন মিয়া, হাফিজুর রহমান, সুমন রায়, সজীব কুমার দত্ত, জয় বাবু, কমরেড বিপুল, অর্পিতা দেসহ কবি প্রেমী শিশু-কিশোর, তরুণ কবি, লেখক, শিল্পী, সমাজকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
উল্লেখ্য, মিডিয়া পার্টনার ছিলেন বাসন্তিকা-সুন্দরম।