শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলাকারী মাইদুল গ্রেফতার লালমনিরহাটের কৃষকেরা আগাম জাতের আলু বিক্রি করে লাভবান হচ্ছেন লালমনিরহাটে বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত লালমনিরহাটে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ, মহাতাঁবু জলতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সরকারের নতজানু স্বভাবের কারণে ভারত শুধু নিয়েছে, বাংলাদেশকে কিছুই দেয়নি-লালমনিরহাটে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম লালমনিরহাটে ইটভাটায় যাচ্ছে ফসলি জমির মাটি! লালমনিরহাটের সাকোয়া ব্লকে সমলয় পদ্ধতিতে ব্রিধান-৯২ ধানের বীজতলা তৈরি হচ্ছে! লালমনিরহাটের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনসংযোগ মেলার শুভ উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে দিন দিন খেজুর রসের কদর বাড়ছে! লালমনিরহাটে বিজয় দিবস রোলবল, স্পিড স্কেটিং ও রোপ স্কিপিং প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুসলিম হেলফেন জার্মানীর অর্থায়নে সোশ্যাল এইড বাংলাদেশের বাস্তবায়নে আরশী নগর বাংলাদেশের আয়োজনে এ শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সোশ্যাল এইড লালমনিরহাটের জেলা সমন্বয়কারী ও আরশী নগর বাংলাদেশের নির্বাহী পরিচালক বাদশা আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম, কদমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম, সোশ্যাল এইড ঢাকার প্রোগ্রাম অফিসার আলী রাহাত, সোশ্যাল এইড ঢাকার নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাঃ বাবুল আকতার। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবিরসহ আরশী নগর বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, কদমতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সুবিধা ভোগী মানুষজন উপস্থিত ছিলেন।

 

শীতবস্ত্র পেয়ে কয়েকজন সুবিধা ভোগী খুশিতে বলেন, গত কদিন থেকে যে ঠান্ডা ব্যাহে কম্বল ও চাদর দিয়ে হামাক খুব উপকার করলেন।

 

এ বিষয়ে জানতে সোশ্যাল এইড ঢাকার প্রোগ্রাম অফিসার আলী রাহাত বলেন, আমরা উত্তর অঞ্চলের লালমনিরহাট সদরে সাতশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। যেহেতু এই এলাকায় পানিতে প্রচুর আয়রণ তাই সুপেয় পানিসহ অন্যান্য বিষয়ের জন্য কাজ করতে চাই।

 

সোশ্যাল এইড লালমনিরহাটের জেলা সমন্বয়কারী ও আরশী নগর বাংলাদেশের নির্বাহী পরিচালক বাদশা আলম বলেন, বাংলাদেশ সবচেয়ে বেশি শীত পড়ে এই অঞ্চলে আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সাতশত পরিবারের মাঝে কম্বল ও গায়ের চাদরের ব্যবস্থা করতে পেরেছি। আমি যাদের মাধ্যমে পেয়েছি তারাও জার্মানী থেকে সংগ্রহ করেছে, আগামীতে এমন কাজ চলমান থাকবে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাটের বড়বাড়ী, পঞ্চগ্রাম, মহেন্দ্রনগর, কুলাঘাট, রাজপুর, হারাটি, খুনিয়াগাছ, গোকুন্ডা ও লালমনিরহাট পৌরসভার সাতশতজন সুবিধাবঞ্চিত শীতার্ত প্রত্যেকের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone