লালমনিরহাটে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লালমনিরহাট, সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সহযোগিতায় এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহসান-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)র সভাপতি এস এম আবু হাসনাত রানা-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক আতিকুর রহমান আতিক, টিআইবি লালমনিরহাটের কো-অর্ডিনেটর মোর্শেদ আলম, ইয়েস সদস্য আবু সাইদ দুলাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লালমনিরহাটের সদস্য ডাঃ আশিক ইকবাল মিলন, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লালমনিরহাটের সদস্যবৃন্দ, সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সদস্য ও ইয়েস সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মানববন্ধনটি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।