লালমনিরহাটে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ার কারণে ধনে পাতার বেশ ভালো ফলন পেয়েছেন চাষিরা। আগামীতে লালমনিরহাট জেলায় আরও বেশি ধনে পাতার চাষ করবেন বলেও জানান স্থানীয় কৃষকেরা।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার সবজি চাষীরা ইতিপূর্বে ধনে পাতার বীজ বপন করেছে। যা বর্তমানে পর্যায়ক্রমে বিক্রয় করছেন।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ গ্রামের কৃষক মোঃ আমিনুল ইসলাম বলেন, ধনে পাতা বিক্রি করে কৃষকেরা সন্তোষজনক টাকা আয় করছেন। তবে এ বছর ধনে পাতার ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে দাম ভালো থাকায় কৃষকদের ক্ষতি কিছুটা পূরণ হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম খন্দকার বলেন, কৃষকেরা উচ্চমূল্যে ধনে পাতা বিক্রি করে সন্তোষজনক টাকাও পাচ্ছেন। আগামীতে আরও বেশি লাভবান হবেন কৃষকেরা।
উল্লেখ্য যে, লালমনিরহাটে ৪শত টাকা কেজি দরে ধনে পাতা বিক্রি করেছেন কৃষকেরা।