লালমনিরহাটে ডিজিটাল আসক্তি-সহ শিক্ষার্থী ঝড়ে পড়া এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক নাটক প্রদর্শন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদয়াক্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশন এইড বাংলাদেশের সহযোগীতায় স্বপ্নচুড়া যুব রিফ্লেকশন একশন সার্কেলের সদস্যদের আয়োজনে এ নাটক প্রদর্শন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান আলী, লালমনিরহাট পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুজাতা বেগম, লালমনিরহাট সদর হাসপাতালের ওসিসি মোঃ আবু কাওছার, সোসাল চেইঞ্জ ফরউইমেন এন্ড ইয়ং পিপল লিড ইনিশিয়েটিভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান। এ সময় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত নাটক শেষে শিক্ষার্থীদের মাঝে খাতা, পেন্সিল, রাবার, কার্টার ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
নাটকটি দেখে শত শত উৎসুক জনতা বাল্য বিয়ের ক্ষতির দিক সমুহ বুঝতে পেরেছে ও সচেতন হয়েছে।