দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৫নং জোংড়া ইউনিয়নের মোঃ হাসান আলী-কে ছাত্রদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বি বিজয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আওতাধীন, ৫ নং জোংড়া ইউনিয়নের মোঃ হাসান আলী-কে ছাত্রদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হইলো।”
এ ব্যাপারে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বি বিজয় বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি সভাপতি/ সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সভাপতি/ সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।