লালমনিরহাটে “শিক্ষা, সমৃদ্ধি, ঐক্য” স্লোগান নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ জুন) বিকাল ৪টায় লালমনিরহাটের নূরলদীন মুক্তমঞ্চে মোগলহাট ছাত্র কল্যাণ সংঘের আয়োজনে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজরুল হক, মোগলহাট ছাত্র কল্যাণ সংঘের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ওয়ালটন কর্পোরেট অফিসের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর লিয়াকত আলী সবুজ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এরশাদ আলী, লালমনিরহাট সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার কাওছার হোসেন, বাংলাদেশ নৌ বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার শহীদুল ইসলাম, বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মাসুদ রানা, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উচ্চমান সহকারী আলতাফ হোসেন, প্যানফেসিক হাসপাতালের ম্যানেজার ওয়ায়েজ আহমেদ, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাক্টর (রসায়ন) আরিফুল ইসলাম, টপ ফ্যাশনের উদ্যোক্তা আশিকুজ্জামান আশিকসহ কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার জিপিএ-৫সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোট ২৫জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল ও পরিবেশ বান্ধব গাছ বিতরণ করা হয়।
উল্লেখ্য, গাছ স্পন্সর করেন ওয়ালটন কর্পোরেট অফিসের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর লিয়াকত আলী সবুজ।