লালমনিরহাটে “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি ভবন সভাকক্ষে লালমনিরহাট জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ এবং লালমনিরহাট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ আঞ্জুমান আরা, সেবা প্রার্থী শেখ আহম্মেদ আলী রনজু, শিউলী বেগম, আয়েশা খাতুন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক রিপন কুমার সাহা, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আকমল হোসেন আহমেদ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় লালমনিরহাট জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।