শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে লালমনিরহাটে শীতের হরেক রকমের পিঠার দোকানের পসরা নিয়ে বসছেন বিক্রেতারা বিএনপির কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাবা-মাকে একটা বাড়ি করে দেওয়ার স্বপ্ন যেন চিরতরে হারিয়ে গেলো লালমনিরহাটের শহীদ শাহিনুর আলমের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যতদিন নির্বাচন হবে না, ততদিন স্বাভাবিক অবস্থায় দেশে ফিরে আসবেনা-অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আলু চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষকেরা
রাস্তার ড্রেন খোঁড়াখুঁড়িতে নাকাল লালমনিরহাট শহরবাসী

রাস্তার ড্রেন খোঁড়াখুঁড়িতে নাকাল লালমনিরহাট শহরবাসী

পবিত্র ঈদ-উল-ফিতরের আগে লালমনিরহাট পৌরসভার ব্যস্ততম নর্থবেঙ্গল রোড বাজাজ শো-রুমের সামন থেকে আলোরুপা মোড় পর্যন্ত শুরু হয়েছে উন্নয়ন কাজের জন্য খোঁড়াখুঁড়ি। এমনিতেই লালমনিরহাট জেলা শহরে যানজট নিত্যদিনের। এর মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতরের আগে হঠাৎ রাস্তার পাশের ড্রেন খোঁড়াখুঁড়িতে যানজটের ভয়াবহতায় নাভিশ্বাস উঠছে শহরবাসীর। লালমনিরহাট জেলা শহরটি মূলত পূর্ব-পশ্চিম লম্বালম্বি ৩টি রাস্তাকে ঘিরে গড়ে উঠেছে।

 

এর মধ্যে লালমনিরহাট শহরের পূর্ব দিকে গোশালা রোড, মাঝখানে বি. ডি. আর রোড ও দক্ষিণে স্টেশন রোড। এই তিনটি সড়ক ব্যবহার করে শহরের প্রধান প্রধান সরকারি-বেসরকারি, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান-পাট, বিপণি বিতান ও হাট-বাজার যেতে হয়। তবে সড়ক তিনটির প্রশস্ততা মাত্র ২টি গাড়ি চলাচলের মতো। এছাড়াও রয়েছে বি. ডি. আর রেল গেট ও মোগলহাট রেল গেট। ফলে পিক আওয়ারে যানজট নিত্যদিনের।

 

বর্তমানে লালমনিরহাট শহরের মাঝখানে নর্থবেঙ্গল রোড বাজাজ শো-রুমের সামন থেকে আলোরুপা মোড় পর্যন্ত ড্রেনের কাজ চলমান। লালমনিরহাট পৌরসভার আওতায় এ ড্রেন নির্মাণ কাজটি চলমান রয়েছে।

 

এ উন্নয়ন কাজেরই অংশ হিসেবে রাস্তার পাশে নির্মাণ করা হচ্ছে ড্রেন। বাজাজ শো-রুমের সামন থেকে মুন স্টার রেস্টুরেন্টে ও পার্টি সেন্টারের সামনে ড্রেনের নির্মাণের জন্য ৬দিন ধরে শুরু হয়েছে খোঁড়াখুঁড়ি। ফলে পুরো শহরে যানজট ছড়িয়ে পড়েছে।

 

পাশাপাশি এ রোডের শতাধিক দোকান ব্যবসায়ীদের কেনাবেচায় ভাটা পড়েছে। পথচারীদের দীর্ঘপথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এতে করে যাত্রীদের নিয়ে রিকশা, অটোবাইক চালকরা পড়েছেন বিপাকে।

 

ব্যবসায়ীরা জানান, এ পবিত্র ঈদ-উল-ফিতরের মধ্যে বছরের অর্ধেক বেচাকেনা হয়। কিন্তু দোকানের সামনে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে কাস্টমার আসছে না।

 

অটোবাইকচালক জানান, অন্যান্য সময়ের চেয়ে এ ঈদে কামাই বেশ ভালো হয়। কিন্তু রাস্তার খোঁড়াখুঁড়ির কারণে সেটা আর সম্ভব হবে না। তাঁদের সবার দাবি, দ্রুত যেন এ নির্মাণ কাজটি শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone