লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয় রংপুর এবং পাটগ্রাম উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত অভিযানে লাচ্ছা সেমাই পণ্যের মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ না করায় মেসার্স নুরানী বেকারি, কলেজ মোড়, পাটগ্রাম, লালমনিরহাট এবং মেসার্স মদিনা বেকারি, পাটগ্রাম বাজার, পাটগ্রাম, লালমনিরহাটকে ২৪(১)/৪১ ধারা অনুযায়ী যথাক্রমে ১০,০০০/- ও ৫,০০০/- টাকা করে মোট ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন মোঃ আব্দুল ওয়াজেদ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাটগ্রাম, লালমনিরহাট। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌঃ প্রান্তজিত সরকার পরিদর্শক (মেট্রোলজি)।
রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট্টোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।