লালমনিরহাটে “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাক, এমজেএসকেএস, আরডিআরএস, উদয়ঙ্কুর সেবা সংস্থা, রাসা, এসকেএস ফাউন্ডেশন, ইএসডিও, বুরো বাংলাদেশ এবং নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমূহ লালমনিরহাটের সহযোগিতায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক (অঃদাঃ) রশিদা খাতুন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, বিশিষ্ট সমাজসেবী ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, উদ্যোক্তা উত্তমা রায়, সেলিনা সুইটি প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে লালমনিরহাটের সংগীত শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে লালমনিরহাটের কালেক্টরেট মাঠ থেকে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।