লালমনিরহাটঃ পুটিমারীর দোলা-সাপটানা বাজার সড়কে বইছে পানির স্রোত। ড্রেনেজ নির্মাণ কাজ বন্ধ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারীদের। ছবি: সংগৃহীত।
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ার ফলে অল্প বৃষ্টিতেই পুরো লালমনিরহাট শহর পানিতে থৈ থৈ করে। সেই সাথে কাদাময় হয়ে উঠেছে। জনগণের স্বাভাবিক চলাচলে যেমন বিঘ্ন ঘটছে তেমনি যেনতেন ভাবে পোশাকে কাদা পানি লেগে জনসাধারণ ও পথচারীরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। লালমনিরহাট পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন লিংক সড়কের সাইড দিয়ে নির্মিত ড্রেনগুলো নিয়মিত পরিস্কার না করার ফলে ড্রেনগুলো ক্রমান্বয়ে ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে উঠেছে। বর্তমানে ড্রেনগুলো দিয়ে স্বাভাবিক পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর পানির স্রোত যায় ও পানি জমে থাকছে এবং কাদাময় হয়ে উঠছে পুরো রাস্তা। দোকান ও বাসা-বাড়ির ময়লা-আবর্জনা তথা কাগজপত্র রাস্তার উপর ফেলার ফলে অল্প বৃষ্টিতেই সেসব পচে একাকার হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে লালমনিরহাট পৌর শহরের সাপটানা পুটিমারীর দোলা রোড, আদর্শপাড়া রোড, জুম্মাপাড়া রোড, গোশালা বাজার রোড, রেলবাজার রোড, সাপটানা রোড, আলোরুপা মোড় রোড, নর্থবেঙ্গল মোড় রোড, স্টেশন রোড, মাঝাপাড়া রোড, শুরকি মিল রোড, গার্ডপাড়া রোড, বাবুপাড়া রোড, ড্রাইভারপাড়া রোড, বসুন্ধরা রোড, নবাবেরহাট রোড, বালাটারী রোড, স্টেডিয়াম পাড়া রোড, নামাটারী রোড, আপনপাড়া রোডসহ বিভিন্ন রাস্তার ড্রেনের বেহাল অবস্থার জন্য রাস্তা দিয়ে যাতায়াতকারী জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। একইভাবে কাদাময় হয়ে উঠেছে বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লার প্রবেশের রাস্তাগুলো। যেন দেখার আছে, শুধু ব্যবস্থা নেওয়ার কেউ নেই!