আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অবঃ) খালেদ আখতার (৬৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শনিবার ১১ জুলাই ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর সাবেক একান্ত সচিব ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাষ্ট-এঁর সাবেক চেয়ারম্যান ছিলেন।
মেজর (অবঃ) খালেদ আখতার লালমনিরহাট জেলা শহরের মোগলহাট রেলগেটস্থ মরহুম সাফায়েত হোসেন-এঁর পুত্র ও বীরমুক্তিযোদ্ধা মরহুম এ কে এম কবির-এঁর ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র, ২কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।