লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিভিন্ন স্পটে চলছে মাদকের কেনাবেচা। এতে করে মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে লালমনিরহাট।
লালমনিরহাটের প্রশাসনের করা নজরদারী ও তৎপরতার পড়েও কমছেনা মাদকের ভয়াবহতা।
লালমনিরহাট জেলার সংশ্লিষ্টদের মতে, ভারতের সাথে ২শত ৮৪ কিলোমিটার সীমান্ত পথে ৫৪কিলোমিটার অংশে কাটাতারের বেড়া না থাকায় এ জেলায় প্রতিনিয়তই ঢুকছে নানা মাদকদ্রব্য।