লালমনিরহাটে এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহায়তায় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে শীতার্ত, অসহায় দরিদ্রদের মাঝে- শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মোড়ল হুমায়ুন কবীর, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শেখ শাহ আলম, পরিচালক মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ আলী হাসান নয়ন, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, মোঃ আব্দুল খালেক বাবু, মোঃ শাহাদাত হোসেন, মোঃ সাইফুল ইসলাম, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ লালমনিরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাটের বসবাসরত ৭শত ৫০জন শীতার্ত, অসহায় দরিদ্রদের মাঝে- ৭শত ৫০টি (এফবিসিসিআই এর সহায়তায় ৩শতাধিক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহায়তায় সাড়ে ৪শতাধিক) শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ ধরনের মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন সময়ে শীতার্ত, অসহায় দরিদ্রদের মাঝে- বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে বলে জানা যায়।