লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভা মিলে ৩টি সংসদীয় আসনের ৩শত ৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২শত ২০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে ৭৯টি, ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে ৭০টি এবং ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে ৭১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ’।
লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সূত্র থেকে জানা যায়, ভোটকেন্দ্রগুলোর মধ্যে যেগুলো আগের ইতিহাস ও বাস্তবতা অনুযায়ী কমসংখ্যক ভোটার রয়েছেন, ঝামেলামুক্ত বা কোনো রকম ঝুঁকি হওয়ার আশঙ্কা নেই, সেগুলো সাধারণ ভোটকেন্দ্র। আর যে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা বেশি, দূরবর্তী বা দুর্গম রাস্তা, অবকাঠামোগত সমস্যা রয়েছে (সীমানাপ্রাচীর নেই বা দুর্বল সীমানাপ্রাচীর), এমন এক বা একাধিক কারণের ব্যবস্থাপনাগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে ধরা হয়েছে।
লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের বিপরীতে ১৯জন প্রার্থী রয়েছেন মর্মে লালমনিরহাট জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।