১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনে জাতীয় পার্টি-বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রার্থী নিশ্চিত করেছে। জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে মাঠে নেমেছেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান লিমন। আর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। অন্যবারের চেয়ে এবার মাঠে ভোটের হিসাব নিকাশ অনেক কঠিন। জাতীয় পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), তৃণমুল বিএনপি, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মিলে ভোটের ফল নির্ধারণে ভূমিকা রাখবে। লালমনিরহাট সদরে জাতীয় পার্টি দীর্ঘ দিন থেকে এ আসন দখলে রেখেছে। বিগত কয়েক বছরে আকাশসম উন্নয়ন সাধিত হয়েছে লালমনিরহাট সদরে। কিন্তু বিগত দিনে সহজে পার পেলেও এবার নবাগত প্রার্থী হওয়ায় জাতীয় পার্টিকে পাড়ি দিতে হবে কঠিন পথ। অপরদিকে প্রতিবার জাতীয় পার্টি একক মনোনয়ন পেলেও এবার বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে। সেই সাথে জাতীয় পার্টির তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব বেড়েছে। কিন্তু শেষ পর্যন্ত যদি মহাজোটের সকলে এক হয়ে মোঃ জাহিদ হাসান লিমন এর পক্ষে কোমর বেঁধে নামে তবে জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমানও এখন অনেকটা জনবান্ধব হয়ে ভোটাদের কাছে গিয়ে তার উন্নয়নের ভিরিস্থি তুলে ধরছেন। শেষ পর্যন্ত লড়াই হবে হাড্ডাহাড্ডি মোঃ জাহিদ হাসান লিমন বনাম অ্যাড. মোঃ মতিয়ার রহমানের মধ্যে। অপরদিকে এ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আবু তৈয়ব মোঃ আজমুল হক পাটোয়ারী, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)র মোঃ আশরাফুল আলম, তৃণমুল বিএনপি মোঃ শামীম আহম্মেদ চৌধুরী, জাকের পার্টির মোঃ সকিউজ্জামান মিয়া, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) শ্রী হরিশ চন্দ্র রায় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।