শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে লালমনিরহাটে শীতের হরেক রকমের পিঠার দোকানের পসরা নিয়ে বসছেন বিক্রেতারা বিএনপির কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়-এর ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষক মহোদয়কে অন্যায় ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৩০মিনিটে লালমনিরহাটের পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের মূল গেট চত্ত্বরে পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সুলতান সরকার, বর্তমান শিক্ষার্থী আহনাফ হাসান, আব্দুল আল আরমান, সাদিয়া সুলতানা রাত্রী প্রমুখ। এ সময় পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শিক্ষার্থীরা বলেন, গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্যার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে লাঞ্ছিত করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম, আমরা এর সঠিক বিচার চাই।

 

শিক্ষার্থীরা আরও দাবি করেন, শফিকুল নিয়ম নীতিকে তোয়াক্কা না করে পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়কে পুঁজি করে নিয়োগ বাণিজ্যে জড়িত ও নানা অনিয়মের কারণে আমরা অতিষ্ঠ হয়ে আসছি, আমরা এর প্রতিকার চাই। শফিকুলের মতো লম্পটকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাইনা। কেলেঙ্কারিতে ঢুবে থাকা শফিকুল যেন বাহিরে না থাকে, পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করেন, তার জায়গা হোক জেলে।

 

এ বিষয়ে পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে কমিটির ৭জন পদত্যাগ করেছেন, সভাপতি আমাকে ফোন দিয়ে গালিগালাজ করেন, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে মাটিয়া মসজিদের সামনে আমাকে লাঞ্ছিত করে সেখানে শিক্ষকরা আমাকে উদ্ধার করেন। এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দিয়েছি, আমি এর সঠিক বিচার চাই।

 

এ বিষয়ে সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক করা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone