শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে লালমনিরহাটে শীতের হরেক রকমের পিঠার দোকানের পসরা নিয়ে বসছেন বিক্রেতারা বিএনপির কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
১৭, লালমনিরহাট-২ কালীগঞ্জ-আদিতমারী আসনে প্রার্থী নিয়ে ভিন্ন সমস্যায় আওয়ামী লীগ-বিএনপি, জাতীয় পার্টির স্বস্তি

১৭, লালমনিরহাট-২ কালীগঞ্জ-আদিতমারী আসনে প্রার্থী নিয়ে ভিন্ন সমস্যায় আওয়ামী লীগ-বিএনপি, জাতীয় পার্টির স্বস্তি

নির্বাচন প্রস্তুতি সংসদীয় আসন:

আলোর মনি রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টি। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টির পক্ষে নেতাকর্মীরা জনসংযোগ শুরু করেছেন।

 

বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন দুই জোটে রয়েছে ভিন্ন ভিন্ন সমস্যা। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নিজেদের পাশাপাশি জোটের শরিক দলেরও রয়েছে শক্তিশালী প্রার্থী। আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জোটগত প্রার্থী নিয়ে কোনো সমস্যা না থাকলেও নিজ দলেই একাধিক শক্তিশালী প্রার্থী রয়েছে। তাই আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে সংকটে পড়বে দুই জোট। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়েছে সম্ভাব্য প্রার্থীরা। তৃণমূলে জনপ্রিয়তা বাড়াতে এবং দলীয় উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে তারা নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন উপলক্ষে রঙিন পোস্টার এবং ডিজিটাল ব্যানার-ফেস্টুন টাঙিয়ে ভোটারদের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছেন তারা।

 

জানা যায়, সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে প্রার্থী নিয়ে ভিন্ন সমস্যা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির। জাতীয় পার্টির একক প্রার্থী থাকায় স্বস্তিতে রয়েছে।

 

বাংলাদেশ আওয়ামী লীগঃ এ আসনের বর্তমান এমপি বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ আবারও বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হবে বলে আলোচনা আছে। তিনি ছাড়া এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, মাহবুবুজ্জামান আহম্মেদ, ইমরুল কায়েস ফারুক, নজরুল ইসলাম মৃধাও দৌড়ঝাঁপ করছেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিঃ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার সভাপতি আসাদুল হাবিব দুলু, উপদেষ্টা সালেহ উদ্দিন আহম্মেদ হেলাল, সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বাবু।

 

জাতীয় পার্টিঃ ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন, কালীগঞ্জ জাতীয় পার্টির সভাপতি শাহ সুলতান নাসিরুদ্দিন আহম্মেদ, সাবেক এমপি মরহুম মজিবুর রহমানের ছেলে শামীম কামাল।

ইসলামী আন্দোলন বাংলাদেশঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইব্রাহিম হোসেন খান।

এনপিপিঃ এনপিপি লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম।

মুসলিম-লীগঃ মুসলিম-লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ বাদশা মিয়া।

গণতন্ত্রী পার্টিঃ গণতন্ত্রী পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব উত্তম কুমার রায়।

স্বতন্ত্র প্রার্থী মোঃ মমতাজ আলী শান্ত।

 

আগামী সংখ্যায়ঃ নির্বাচনী প্রস্তুতি লালমনিরহাট-৩

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone