শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের আদিবাসী দুটি গ্রামে শিক্ষা সহায়তা প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন রংপুর মিঠাপুকুরের সেন্ট মেরিস আদিবাসী প্রাথমিকি বিদ্যালয় সহ-কারী শিক্ষক ২, ৩ ও ৭নং আদিবাসী উন্নয়ন সংগঠন সভাপতি আব্রহাম এক্কা। প্রধান অতিথি ছিলেন রাণীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু ফরহাদ পটু। এতে বিশেষ অতিথি ছিলেন রাণীপুকুর ইউনিয়ন সদস্য সফিকুল ইসলাম বাবু, এসআইএল এর এরিয়া ম্যানেজার রনজিত কেরকেটা। এ সময় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি পলাশ টপ্য, সাধারণ সম্পাদক টিউলিপ এক্কা কমিউনিটি স্বাস্থ্যেরের সিএইচসিপি শিল্পী সুমনা মিন্জী, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা প্রকল্প ১ এর পরিচালক রনজিত খালকো, দপ্তর সম্পাদক রুমন টপ্য, সোহাগ লাকড়া, মনিটরিং অফিসার রুবেল টপ্য ও অমল খালকো, সুমন টপ্য, দাতা গোষ্ঠী, পলাশ বাড়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ শিক্ষা সহায়তা প্রকল্পের-০১ এর উদ্দেশ্য যে অঞ্চলের আদিবাসীরা এখনো পিছিয়ে আছে শিক্ষার আলো থেকে সেই অঞ্চলের আদিবাসী শিশুদেরকে শিক্ষার ক্ষেত্রে সাহায্য করা যাতে করে কোনো শিশু যেন শিক্ষা থেকে ঝরে না পড়ে। আজকের শিশু আগামী দিনের ভবিষত। এই প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের প্রতি মাসে মাসিক মিটিংয়ের মাধমে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে স্বপ্নচূড়া ফাউন্ডেশন বিশ্বাস করে আগামী ৩বছরের এই প্রকল্পের মাধ্যমে আদিবাসী শিশুদের ঝরে পড়া বন্ধের জন্য কাজ করবে।