বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে লালমনিরহাটের বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছিল। নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছিল। পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হচ্ছে বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষেত। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা।
লালমনিরহাটে ২হাজার হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল নিমজ্জিত হয়েছে। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্যায় লালমনিরহাটের ২হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
কোদালখাতা গ্রামের কৃষক মোঃ হান্নান আলী জানান, জমিতে রোপা আমন রোপণ করেছিলাম। কিন্তু বন্যার পানি এসে সব ফসল নিমজ্জিত হয়েছে। এতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার জানান, নিমজ্জিত ফসলের জমি ও কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে।