শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা! সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে লালমনিরহাটে শীতের হরেক রকমের পিঠার দোকানের পসরা নিয়ে বসছেন বিক্রেতারা
লালমনিরহাটের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো সেবায় অনেক এগিয়ে

লালমনিরহাটের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো সেবায় অনেক এগিয়ে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বেশ খানিকটা এগিয়ে গেছে দেশের উত্তরবঙ্গের সীমান্তবর্তী লালমনিরহাট জেলা।

 

এ লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়নে স্থাপিত হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার।

 

এ ছাড়া সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সব তথ্য ও সেবা পৌছে দিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার কাজ শুরু করেছে।

 

প্রতিটি সেন্টারে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ (মডেম) দিয়ে চালু রয়েছে।

 

স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে মানুষকে তথ্য ও সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।

 

বর্তমানে এসব সেন্টার থেকে মানুষ সেবা নিচ্ছে। প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের হাতে পৌঁছে গেছে আধুনিক প্রযুক্তি। এখন অজপাড়া গা থেকে খুব কম সময়ে ও কম খরচে দেশ-বিদেশে যোগাযোগ স্থাপনের জন্য ইন্টারনেট সংযোগসহ অনলাইন তথ্য ভান্ডার যুক্ত হয়েছে ভিডিও, অডিও ও এনিমেশন। এছাড়া টেক্সট ফরম্যাটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার সংক্রান্ত তথ্য। কম খরচে কম্পিউটারসহ বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক সেবা। যেমন- ই-মেইল, স্বল্পমূল্যে কম্পোজ, প্রিন্টার, ফটোকপি, ছবি তোলার কাজ চলছে। এসব সুবিধা প্রবর্তনের ফলে লালমনিরহাট জেলার মানুষ এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারি ফরম ও কাগজপত্র সংগ্রহ, কৃষি সমস্যা, শিক্ষা, আইনি সহায়তা, মানবাধিকার এবং পরিবেশের তথ্যসহ বিভিন্ন সুবিধা পাচ্ছে। জেলা ও উপজেলার কৃষকও বীজ বপন, কাটা-মাড়াই, কীটনাশক, সার-বীজসহ প্রয়োজনীয় সব তথ্যই এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে পাচ্ছেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নে ২জন বেকার যুবক ও যুবতীকে নিয়োগ দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়নে ৯০জন উদ্যোক্তা নিয়োগ দেয়া হয়েছে। এসব বেকার যুবক-যুবতীকে সেন্টার থেকে আয়কত অর্থের বেতন-ভাতাদি দেওয়া হচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সাধারণ মানুষকে তথ্যসেবা প্রদানের জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone