লালমনিরহাটে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখা।
শনিবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম আরিফ স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ সাময়িক বহিষ্কারের তথ্য জানান।
উক্ত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির হিরু এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অন্য ১২ নেতা হলেন- চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সুমন, গড্ডিমারি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া, গোতামারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোনাবেরুল হক মিশেল, উত্তরণ ডিগ্রী কলেজ ছাত্রলীগ কর্মি মামুনুর রশিদ লিওন খান, টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন সাগর, মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর ইসলাম রানা, আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম, লালমনিরহাট পৌর ছাত্রলীগের ৪নং সহ-সভাপতি শ্রাবন হোসেন, লালমনিরহাট পৌর ছাত্রলীগের সদস্য ঈসমাইল হোসেন আদর, জোংড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সহিদ, পাটগ্রাম পৌর ছাত্রলীগের ৭নং ওয়ার্ড সহ-সভাপতি ইবনে রুসদসহ মোট ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম আরিফ স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারের পাশাপাশি সেই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করে চিঠি দেয়া হয়েছে মর্মে জানা গেছে।