লালমনিরহাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ আগস্ট রংপুর আগমনকে সামনে রেখে লালমনিরহাট উন্নয়নে কিছু দাবী নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাটের থানা রোডস্থ রত্নাই থিয়েটার অস্থায়ী কার্যালয়ে লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক সুপেন দত্ত। এ সময় লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, সদস্য দীপক মন্ডল, অনাথ রায়, উত্তম রায়, প্রদীপ কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক সুপেন দত্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী ঘোষিত বুড়িমারী-ঢাকা আন্তঃনগর করিডোর এক্সপ্রেস ট্রেন চালু, মোগলহাট ইমিগ্রেশন চেকপোস্ট পুনঃরায় চালু, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর চালু, মহেন্দ্রনগরে ইপিজেড স্থাপনের দাবী করছি।