লালমনিরহাট: এসপিইডি এর আয়োজনে ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেন।
আলোর মনি রিপোর্ট: উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) লালমনিরহাট সদরে তৃণমূল পর্যায়ে সিবিও/সিএসও/ লোককেন্দ্র এর সদস্যদের বিশেষ করে নারী ও ইয়ুথ-দের নিয়ে একশন এইড এর আর্থিক সহযোগিতায় সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) কর্তৃক ১২-১৩ জুলাই ২০২৩ইং ২ দিন ব্যাপী ‘জাতীয় বাজেট ও কর সুশাসন’ প্রশিক্ষণ করানো হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ের সিবিও/সিএসও/ লোককেন্দ্র এর মাধ্যমে বিশেষ করে নারী ও ইয়ুথদেরকে ‘জাতীয় বাজেট ও কর সুশাসন বিষয়ে দক্ষ করে তোলা যাতে করে তারা বাজেট ও কর শিক্ষা, সুশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, প্রাপ্তিতে জবাবদিহিতার পরিবেশ তৈরি হয়।
প্রশিক্ষণে সহায়ক ছিলেন এসপিইডি প্রতিনিধি মোঃ ফজলুর রহমান। প্রশিক্ষণের উদ্বোধন করেন উদয়াস্থর সেবা সংস্থা (ইউএসএস) লালমনিরহাট এর (S4WYI) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান। প্রশিক্ষণ বাস্তবায়নে সার্বিকভাবে কারিগরি সহায়তা প্রদান করে উদয়াস্তুর সেবা সংস্থা (ইউএসএস) লালমনিরহাট সদর।