শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে হেমন্তের বিদায়লগ্নে জেঁকে শীতের দাপট লালমনিরহাটের নদীগুলোর চরে এখন সবুজ বিপ্লব লালমনিরহাটে চাকরীচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরীতে পুনর্বহালের দাবিতে- মানববন্ধন অনুষ্ঠিত বিএনপি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে: লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু লালমনিরহাটে এলসিসিআই মডেল স্কুলের পাঠ সমাপনী ২০২৪খ্রি. অনুষ্ঠিত লালমনিরহাটে দিন দিন কমছে আখ চাষ লালমনিরহাটের শালবন হতে পারে পর্যটন কেন্দ্র লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা! সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন
আলোরুপা মোড় মার্কেটে ভয়াবহ আগুন; প্রায় কোটি টাকার ক্ষতি!

আলোরুপা মোড় মার্কেটে ভয়াবহ আগুন; প্রায় কোটি টাকার ক্ষতি!

Exif_JPEG_420

লালমনিরহাটের আলোরূপা মোড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯জন ব্যবসায়ীর দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে লালমনিরহাটের আলোরুপা মোড়ের মার্কেটে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।

 

আগুন লাগার খবর পেয়ে লালমনিহাট সদর ও আদিতমারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ব্যবসায়ীদের ততক্ষণে গোডাউন ও দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, রাত ১০টার দিকে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অনেকেই দোকান ও গোডাউন বন্ধ করে চলে গেছেন। হঠাৎই আলোরুপা মোড়ের আর্ট স্কোপ নামক দোকানের উপরে আগুন যা মুহুর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পরে। আগুনের ভয়াবহতা দেখে অনেকটা নিরুপায় হয়ে পড়েন ব্যবসায়ীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পার্শ্ববর্তী পুকুরের পানি দ্বারা টানা দু’ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

 

আলোরুপা মোড়ের আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খেলা ঘরের প্রোঃ সুশান্ত কুমারের ছেলে ধনঞ্জয় বলেন, আমাদের দোকান বন্ধ ছিলো। রাত ১০টার পর পর এক বন্ধুর ফোনে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছি। এসে দেখি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই।

 

হঠাৎ এই আগুনে অধিক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী লালমনি জেনারেল স্টোরের মালিক বাদল কান্না জড়িত কন্ঠে বলেন, আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান এটি। আগুনে দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেলো। মুহুর্তে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেলো। একেবারে পথে বসে গেলাম। এ সময় তিনি প্রশাসন ও সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

স্থানীয় ব্যবসায়ী ও হোমিওপ্যাথিক চিকিৎসক রাব্বি জানান, এই আগুনে লালমনি জেনারেল স্টোর, খেলাঘর, স্টার ফার্নিচার, আর্ট স্কোপ, মামুন স্টোর ও দোকান লাগোয়া ২টি বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার খবরে তা নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিও এগিয়ে এসেছে।

 

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন বলেন, আগুন লাগার পরপরই খবর পেয়ে লালমনিরহাট ও আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশন এক যোগে প্রায় দুই ঘন্টা কাজ করা হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে গেছে। আর অগ্নিকাণ্ডের সূত্র ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone