লালমনিরহাটের বিশিষ্ট ঠিকাদার মোঃ মাহমুদুন্নবী পামেল ওপেন হার্ড সার্জারীর ইনফেকশন হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯বছর।
বুধবার (১২ জুলাই) দিবাগত রাত ১১টা ৩০মিনিটে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘ দিন ধরে মোঃ মাহমুদুন্নবী পামেল বিভিন্ন রোগে ভুগছিলেন।
পর দিন বৃহস্পতিবার (১৩ জুলাই) বাদ আছর লালমনিরহাটের সাপটানা বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে লালমনিরহাটের সাপটানা কবরস্থানে দাফন করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ২ভাই, ২বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, মোঃ মাহমুদুন্নবী পামেল সাপটানা সবুজ সংঘের সাবেক সাধারণ সম্পাদক, ইলেভেন স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।