লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জুন) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় লালমনিরহাটের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ। মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রধান কার্যালয় ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ কুমার সিংহ। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও দৈনিক আমার সংবাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক আলোকিত চিত্র লালমনিরহাট জেলা প্রতিনিধি হেলাল হোসেন কবির, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও দৈনিক দেশবাংলা লালমনিরহাট জেলা প্রতিনিধি মাসুদ রানা রাশেদ, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা লালমনিরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান প্রমুখ। এ কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।