লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম আদিতমারী উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) বিকাল ৫টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বুড়ির বাজার কলকব্জা কমপ্লেক্স সংলগ্ন মাঠে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক কমিটির আয়োজনে এ উপজেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন রংপুরী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক সূফী মোহাম্মদ, যুগ্ম আহবায়ক এম ছাইদুল হক, সদস্য সচিব মোঃ জামাল হোসেন, সদস্য আখতারুজ্জামান, দীপক মন্ডল, মাসুদ রানা রাশেদ, হেলাল হোসেন কবির প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম আদিতমারী উপজেলা শাখার সভাপতিঃ দেলোয়ার হোসেন রংপুরী ও সাধারণ সম্পাদকঃ শিব সুন্দর বর্মণকে নির্বাচিত করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক সূফী মোহাম্মদ বলেন, আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য যা বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম। তাই এ সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপূর্ণ বিকাশের মাধ্যমে জাতীয় সংস্কৃতিতে বিশেষ অবদান রাখতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাংস্কৃতিক কর্মকান্ডকে যুক্ত করে একটি সাংস্কৃতিক অর্থনীতি গড়ে তুলতে শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের স্বার্থরক্ষা অত্যন্ত জরুরী। এরই লক্ষ্যে লালমনিরহাট জেলা সদরে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম-এর আত্মপ্রকাশ ঘটে। ফোরামের কার্যক্রম এগিয়ে নেওয়ার মানসে বর্তমানে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়ন, ৫টি উপজেলা ও ২টি পৌর শাখা কমিটি গঠনের মাধ্যমে ফোরামের একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে এ কমিটি গঠন করা হলো।